একাধিক পদে নিয়োগ করবে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। ৫ অক্টোবর আবেদন জমা দেওয়ার শেষ দিন। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন। ৫০০০ কর্মী নিয়োগ করবে FCI। fci.gov.in- এই ওয়েবসাইটেও আবেদন করা যাবে। ফর্ম জমা দিতে কী কী লাগবে, জেনে নিন বিশদে।
মোট ৫০৪৩টি পদে কর্মী নিয়োগ করবে FCI।
গোটা দেশজুড়েই নিয়োগ করবে FCI। যার মধ্যে ২৩৮৮টি পদ উত্তরাঞ্চলের জন্য। দক্ষিণাঞ্চলে ৯৮৯টি পদে কর্মী নিয়োগ করবে পূর্বাঞ্চলে থাকছে ৭৬৮টি পোস্ট। পশ্চিমাঞ্চলে ১৮৫টি পদে কর্মী নিয়োগ করা হবে।
সিভিল, মেকানিকাল, ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি বা ডিপ্লোমা কোর্সের সার্টিফিকেট থাকলে এই পদে আবেদন করা যাবে। অথবা এক বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কোন কোন বিভাগের পড়াশোনা করলে আবেদন করা যাবে, দেখে নিন বিশদে
৬ সেপ্টেম্বর থেকে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে। আবেদনের শেষ দিন ৫ অক্টোবর।
এই পদে আবেদনের জন্য ৫০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। নন-এক্সিকিউটিভ পদে সর্বাধিক তিনটি আবেদনপত্র জমা দেওয়া যাবে। সংরক্ষিত শ্রেণি, অবসরপ্রাপ্ত সেনাকর্মী, মহিলা প্রার্থীদের জন্য আবেদন ফি লাগবে না।
fci.gov.in -এই ওয়েবসাইটে গিয়ে হোম পেজে নির্দিষ্ট ফর্মে ক্লিক করতে হবে। রেজিস্টার করে অ্যাপ্লাই করতে হবে।