শুরু হয়েছে গেট পরীক্ষার রেজিস্ট্রেশন। অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২৩ অগাস্ট, মঙ্গলবার থেকে। চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। ইঞ্জিনিয়ারিং পরিক্ষার্থীর জন্য অতি গুরুত্বপূর্ণ এই সর্বভারতীয় পরীক্ষা। ২০২৩-এর ফেব্রুয়ারির ৪, ৫, ১১, ১২ তারিখে পরীক্ষার আয়োজন করেছে আইআইটি কানপুর। বিস্তারিত জানতে নজর রাখতে হবে অফিশিয়াল ওয়েবসাইট gate.iitkgp.ac.in- এ।
Gate Examination 2023: কীভাবে হবে রেজিস্ট্রেশন?
অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে 'লগ ইন' ট্যাবে ক্লিক করে ইউজার আইডি এবং পাসওয়ার্ড তৈরি করতে হবে।
পরবর্তীতে ওই আইডি-পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে গেট পরীক্ষার আবেদনপত্র পূরণ করতে হবে।
সমস্ত তথ্য পূরণ করে প্রয়োজনীয় নথির স্ক্যান কপি আপলোড করতে হবে।
এরপর আবেদন ফি জমা করতে হবে এবং আবেদনপত্রের কপিটি ডাউনলোড করে রাখতে হবে।
Gate Examination 2023: শিক্ষাগত যোগ্যতা?
সাধারণত তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীরাই এই পরীক্ষায় বসার সুযোগ পাবে।
Gate Examination 2023: আবেদন ফি?
আবেদন করতে ৮৫০ টাকা লাগবে যা ৩০ সেপ্টেম্বরের পর বেড়ে হবে ১,৩৫০টাকা। বিদেশি প্রার্থীদের জন্য লাগবে ১,৭০০ টাকা যা ৩০ সেপ্টেম্বরের পর বেড়ে হবে ২,২০০ টাকা।
Gate Examination 2023: কবে মিলবে অ্যাডমিট কার্ড?
২০২৩-এর ৩ জানুয়ারি থেকেই পাওয়া যাবে অ্যাডমিট কার্ড।