প্রকাশিত হল ২০২২ সালের উচ্চ মাধ্যমিকের (Higher Secondary Examination 2022) ফল। উচ্চ মাধ্যমিক সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য শুক্রবার সকাল ১১টায় আনুষ্ঠানিক ভাবে ফল প্রকাশ করেন। এবছর উচ্চ মাধ্যমিকে পাশের হার ৮৮.৪৪ শতাংশ।
এই বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ লক্ষ ৪৫ হাজার ৬৬। তাদের মধ্যে ছাত্র ছিল ৩ লক্ষ ৩৭ হাজার ২৮ জন এবং ছাত্রীর সংখ্যা ৪ লক্ষ ৮ হাজার ৩৮ জন। সংসদ সূত্রে জানা গিয়েছে এবছর উচ্চ মাধ্যমিকে সামগ্রিক পাশের হার ৮৮.৪৪ শতাংশ। পরীক্ষার্থীদের মধ্যে ছেলেদের পাসের হার ৮০ শতাংশ এবং মেয়েদের পাসের হার ৮৬.৫৮ শতাংশ। তবে এবছর পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রীদের সংখ্যা ছিল বেশি। ছাত্রদের তুলনায় ৬৫,৪৬৮ জন বেশি ছাত্রী এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছিল। পাশের হারের নিরিখে রাজ্যের মধ্যে প্রথম সাতে রয়েছে যথাক্রমে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, কালিম্পং ও বাঁকুড়া।
উল্লেখ্য, চলতি বছর ২ এপ্রিল শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং শেষ হয়েছিল ২৭ এপ্রিল। পরীক্ষা শেষ হওয়ার ৪৪ দিনের মাথায় ১০ জুন ফল প্রকাশ করল পর্ষদ। ফল প্রকাশের ১০ দিন পর অর্থাৎ ২০ জুন মার্কশিট হাতে পাবেন পরীক্ষার্থীরা। এবছরই প্রথম ‘হোম সেন্টার’-এ উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিল পরীক্ষার্থীরা।