কর্মপ্রার্থীদের চাকরির ইন্টারভিউ দিতে এবার সাহায্য় করবে গুগল (Google)। এজন্য ‘ইন্টারভিউ ওয়ার্মআপ’ (interview warmup) নামে এক নতুন ওয়েবসাইট চালু করেছে সংস্থাটি।
কর্মপ্রার্থীদের অনেকেই প্রস্তুতির অভাবে চাকরির ইন্টারভিউ দেওয়ার সময় আত্মবিশ্বাসের অভাব ভোগেন। গুগলের এই নয়া ওয়েবসাইটটির সাহায্যে কোনও ব্যক্তি প্রয়োজনে ইন্টারভিউ দেওয়ার আগেই তাঁর প্রস্তুতিপর্ব সারতে পারবেন। গুগল মেশিন লার্নিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) প্রযুক্তি ব্যবহার করে এই ওয়েবসাইটটি তৈরি করেছে। এই ওয়েবসাইটে প্রার্থী মক ইন্টারভিউয়ের মাধ্যমে প্রস্তুতি পর্ব সারতে পারবেন। ওয়েবসাইটে ভিজিট করার পর প্রার্থীকে গুগলের তরফ থেকে ইন্টারভিউ সংক্রান্ত নানা ধরনের প্রশ্ন করা হবে। কিন্তু শুধু প্রশ্ন করাতেই সীমিত থাকছে না এই ওয়েবসাইট, ব্যক্তির উত্তরের ভিত্তিতে ফের তাঁকে পাল্টা প্রশ্নও করা হবে। এভাবেই মক ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নিজেকে প্রস্তুত করতে পারবেন।
কীভাবে ওয়েবসাইটটি ব্য়বহার করবেন?
ওয়েবসাইটে ভিজিট করার পর অনুশীলন শুরুর অপশনে ক্লিক করবেন, তখন গুগল মোট ছ’টি বিভাগের একটি পেজ দেখাবে। সেখান থেকে আপনি পছন্দের বিভাগ নির্বাচন করতে পারবেন। একবার নির্বাচনের পর ব্যবহারকারীকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেলে গুগলের পক্ষ থেকে উত্তরগুলির মূল্যায়নও করা হবে। সব শেষে সেই প্রশ্নের আদর্শ উত্তর কী হওয়া উচিত সেটাও জানিয়ে দেবে গুগল। প্রতিটি বিভাগের জন্য প্রশ্নগুলি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানেই তৈরি করা হয়েছে।