এবার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করল গুগল (Google Layoff)। বিশ্বজুড়ে শুরু হয়েছে আর্থিক মন্দা। তার জেরে অ্য়ামাজন, টুইটার, মাইক্রোসফটও জানুয়ারি মাসে কর্মী ছাঁটাই শুরু করেছে। শুক্রবার গুগলের পেরেন্ট সংস্থা অ্যালফাবেট জানিয়েছে, ১২ হাজার কর্মীকে ছাঁটাই করা হবে। যা সংস্থার মোট কর্মীদের ৬ শতাংশ।
শুক্রবার আলফাবেটের চিফ এক্সিকিউটিভ অফিসার সুন্দর পিচাই (Sundar Pichai) কর্মীদের মেল করে জানান, বিশ্বজুড়ে গুগলের কর্মীদের চাকরি যেতে চলেছে। পাশাপাশি তিনি জানান, এই সিদ্ধান্ত যে কারণে নিতে হয়েছে, তার সম্পূর্ণ দায়ভার তাঁর নিজের।
আরও পড়ুন: কুসংস্কারের অন্ধকার, পুনের গৃহবধূকে মানুষের হাড়ের গুঁড়ো খাওয়াল স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন
সুন্দর পিচাই জানিয়েছেন, ছাঁটাই হওয়া কর্মীদের ২ মাসের অগ্রিম বেতন দেওয়া হবে। আগামী চাকরি পাওয়ার ক্ষেত্রেও কর্মীদের পাশে থাকবে সংস্থা।