রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য দারুণ খবর। বেশ কয়েকদিন ধরেই একের পর এক চমৎকার চাকরির খবরের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেই ধারা মেনেই এবার গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্য়ান্ড ইঞ্জিনিয়ার্স (Garden Reach Shipbuilders & Engineers)-র তরফে প্রকাশিত হল একটি নিয়োগ বিজ্ঞপ্তি। ডিজাইনার অ্যাসিসট্যান্ট পদে নিয়োগ করা হবে। শূন্যপদের সংখ্যা ২৪টি।
এই পদের জন্য আবেদন করার জন্য কী কী করতে হবে:
শূন্যপদ: ৯টি ডিজাইন অ্যাসিসট্যান্ট পদে, ১২টি সুপারভাইজার (এস ফোর গ্রেড) পদে, ৩টি সুপারভাইজার (এস ওয়ান গ্রেড) পদে নিয়োগ।
যোগ্যতা:
ডিজ়াইন অ্যাসিসটেন্ট পদে নিয়োগের জন্য সিভিল ইঞ্জিনিয়ারিং/ কম্পিউটার সায়েন্স/ ইলেকট্রিক্যাল/ টেকনোলজি / আইটিতে ডিপ্লোমা করতে হবে।
সুপারভাইজার (এস ফোর গ্রেড) পদে আবেদনের জন্য মেকানিক্যাল/ সিভিল/ ইলেকট্রিক্যাল/ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা।
সুপারভাইজার (এস ওয়ান গ্রেড) পদে আবেদনের জন্য প্রার্থীকে ডিপ্লোমা ও স্নাতক হতে হবে।
বেতন:
ডিজাইনার অ্যাসিস্ট্যান্ট পদে বেতন ২৫,৭০০ টাকা থেকে ৯০,০০০ টাকা।
সুপারভাইজার (এস ফোর গ্রেড) পদের জন্য বেতন ২৯,৩০০ থেকে ১,০২,৬০০ টাকা
সুপারভাইজার (এস ওয়ান গ্রেড) পদের জন্য মাসান্তে বেতন ২৩,৮০০ টাকা থেকে ৮৩,৩০০ টাকা
বয়সসীমা:
ডিজাইনার অ্যাসিস্ট্যান্ট পদের জন্য বয়সসীমা হতে হবে ৩২ বছরের মধ্যে।
সুপারভাইজার (এস ফোর গ্রেড) পদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৩৮ বছর।
সুপারভাইজার (এস ওয়ান গ্রেড) পদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ২৮ বছর।
আবেদন:
সংরক্ষিত জাতি ও উপজাতির প্রার্থীদের আবেদন মূল্য দিতে হবে না। তবে, বাকিদের ৪০০ টাকা করে দিতে হবে অনলাইনে। আবেদনের শেষ তারিখ ২১ নভেম্বর।