যাঁরা একটা কেন্দ্রীয় সরকারি চাকরির(Central Govt. Jobs) জন্য অপেক্ষায় থাকেন, তাঁদের জন্য এবার সুখবর। চাকরির এই মন্দার বাজারেও নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো(Head Constable Recruitment in WCCB 2022)। সেখানে হেড কনস্টেবল পদে নিয়োগ হবে বলেই খবর।
WCCB Recruitment 2022: শূন্যপদ-
মোট ১৫টি পদে নিয়োগ হবে বলেই খবর।
WCCB Recruitment 2022: নিয়োগের স্থান-
এই রাজ্যের পাশাপাশি জব্বলপুর, চেন্নাই, দিল্লি, মুম্বইতেও নিয়োগ করা হবে।
WCCB Recruitment 2022: বয়সসীমা-
আবেদনকারীর সর্বোচ্চ বয়স হতে হবে ৫৬ বছর।
WCCB Recruitment 2022: আবেদন প্রক্রিয়া-
অনলাইনেই আবেদন করা যাবে। তবে এখানে কোনও আবেদন ফি রাখা হয়নি।
WCCB Recruitment 2022: ঠিকানা-
আবেদনপত্র পাঠাতে হবে To The Additional Director, Wildlife Crime Control Bureau, Trikoot-1, Bhikaji Cama Place, New Delhi-110066, এই ঠিকানায়।
WCCB Recruitment 2022: বেতন-
প্রতি মাসে বেতন মিলবে ২৫,৫০০ থেকে ৮১,১০০ টাকা।
WCCB Recruitment 2022: সময়সীমা-
আবেদনপর্ব চলবে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত।
WCCB Recruitment 2022: নির্বাচন প্রক্রিয়া-
ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে।