এই মুহূর্তে বাজারে সরকারি চাকরির আকাল। একটা চাকরির আশায় হন্যে হয়ে ঘুরছে শিক্ষিত বেকাররা। এবার মোট ৭৮০০ শূন্যপদে বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে স্বাস্থ্য দফতর। তালিকায় রয়েছে স্টাফ নার্স, মেডিক্যাল অফিসার, জিডিএমও সহ একাধিক পদ।
Staff Nurse Recruitment 2022: শূন্যপদ-
স্টাফ নার্স গ্রেড টু-এর ক্ষেত্রে শূন্যপদ রয়েছে মোট ৬০৯২টি
Staff Nurse Recruitment 2022: শিক্ষাগত যোগ্যতা-
আবেদনের জন্য প্রার্থীদের ভারতীয় নার্সিং কাউন্সিল বা পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল অনুমোদিত যেকোনও শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিএনএম কোর্স করতে হবে। এছাড়াও বিএসসি নার্সিং পড়া থাকলেও করা যাবে আবেদন। এর পাশাপাশি প্রার্থীর নাম পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলে নথিভুক্ত করা থাকতে হবে।
Staff Nurse Recruitment 2022: বেতন-
মাস গেলে আকর্ষণীয় বেতন লাভের সুযোগ রয়েছে।
Staff Nurse Recruitment 2022: আবেদন পদ্ধতি-
ইচ্ছুক প্রার্থীরা অনলাইন-অফলাইনে আবেদন করতে পারেন। আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র সহ তা নির্ধারিত ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। এছাড়াও সব নথিপত্র স্ক্যান করে পিডিএফ ফরম্যাটে ইমেলে পাঠানো যেতে পারে।
Staff Nurse Recruitment 2022: বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ-
আগামী ২ ডিসেম্বর এই পদে বিজ্ঞপ্তি জারি হবে বলেই খবর।