১৪ মার্চ থেকে শুরু হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। পাশাপাশি চলবে একাদশ শ্রেনীর পরীক্ষাও। এবার প্রায় ৮ লক্ষ পরীক্ষার্থী উচ্চমাধ্যমিকে (Higher Secondary) বসতে চলেছে। তবে এই পরিস্থিতিতে শিক্ষাকর্মীর সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।
উল্লেখ্য, নিয়োগ দুর্নীতির অভিযোগে কলকাতা হাইকোর্টের নির্দেশে সদ্য চাকরি হারিয়েছেন একাধিক গ্রুপ ডি কর্মী। তবে প্রয়োজনীয় শিক্ষাকর্মীর অভাব ঘটলে পার্শ্ববর্তী স্কুল থেকে গ্রুপ-ডি স্টাফ এনে কাজ চালানো হবে বলেও আশ্বস্ত করেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি।
আরও পড়ুন- DA Strike : বিধানসভায় গেলেন না নওশাদ, ডিএ ইস্যুতে সরকারী কর্মচারীদের ধর্মঘটকে সমর্থন বিধায়কের
জানা গিয়েছে, এবারে পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ৮৩৫। এর মধ্যে ২০৬ টি পরীক্ষাকেন্দ্রকে স্পর্শকাতর বলে চিহ্নিত করেছে। জুন মাসের প্রথম সপ্তাহেই উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ করা হবে।