Higher Secondary 2022: JEE Main পরীক্ষার জেরে উচ্চমাধ্যমিকের সূচিতে বদল, বিস্তারিত জানুন

Updated : Mar 07, 2022 17:47
|
Editorji News Desk

ইঙ্গিত ছিল আগেই। সেইমতো সোমবার ঘোষণা করে উচ্চমাধ্যমিকের (Higher secondary Examination 2022) কিছু পরীক্ষার দিন বদল করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এদিন সাংবাদিক বৈঠক ডেকে জানানো হয়েছে, JEE Main-এর কারণে ১৬ এপ্রিলের বদলে কয়েকটি পরীক্ষা ১৩ এপ্রিল। ১৮ এপ্রিল একাধিক পরীক্ষার দিন বদলে ২৫ এপ্রিল পরীক্ষা হবে। ২০ এপ্রিলের অর্থনীতির পরীক্ষা হবে ২৬ এপ্রিল। ১৩ এপ্রিলের পরীক্ষা পিছিয়ে নেওয়া হবে ১৮ এপ্রিল। ফলে ২০ এপ্রিলের বদলে ২৬ এপ্রিল শেষ হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। উল্লেখ্য, আগামী ২ এপ্রিল থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক (Higher secondary Examination 2022)।

গত সপ্তাহে জানা গিয়েছিল JEE Main ও উচ্চমাধ্যমিকের নির্ঘণ্ট-সংঘাত জেরে বদলাতে পারে উচ্চমাধ্যমিকের (Higher secondary Examination 2022) পরীক্ষা সূচি। উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের বড় অংশ সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্সে বসে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছিলেন, "২ এপ্রিল উচ্চমাধ্যমিক শুরু হওয়ার কথা। পরীক্ষা সূচির সামান্য পরিবর্তন হতে পারে। আগামী সপ্তাহে নতুন সূচি ঘোষণা হতে পারে। এপ্রিল মাসের ২ থেকে ২০ তারিখ পর্যন্ত রাজ্যে উচ্চমাধ্যমিক পরীক্ষা(Higher secondary Examination 2022) হওয়ার কথা ছিল। আজ, সোমবার সংসদ সভাপতি জানিয়েছেন, ২ এপ্রিল থেকে পরীক্ষা শুরু হলেও ২০ এপ্রিলের পরিবর্তে ২৬ এপ্রিল পরীক্ষা শেষ হবে।

আরও পড়ুন- JEE Main Exam: শুরু হয়ে গেল JEE Main পরীক্ষার আবেদন প্রক্রিয়া, কবে হবে পরীক্ষা, বিস্তারিত জেনে নিন

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানায়, ২৩ এপ্রিল রাজ্য়ের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা(State Joint Entrance)। তার আগে সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স(JEE Main)। চলতি বছর প্রায় ৮ লক্ষ পরীক্ষার্থী উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবেন। কিন্তু দেখা যায় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর ন্যাশনাল টেস্টিং এজেন্সি JEE Main-এর যে সূচি ঘোষণা করেছে তার সঙ্গে একইদিনে উচ্চমাধ্যমিকের(Higher secondary Examination 2022) একটা পরীক্ষা পড়ে যাচ্ছে। যাঁরা ফিজিক্স, অঙ্ক এবং কেমিস্ট্রি নিয়ে পড়েন তাঁদের একটা বড় অংশ এই পরীক্ষায় বসেন। ফলে একইদিনে পরীক্ষা হলে সমস্যা পড়বেন তাঁরা। এরপরেই বৈঠক ডেকে বদল করা হল উচ্চমাধ্যমিকের কিছু পরীক্ষার দিন।

Higher Secondary CouncilJEE MAINHigher Secondary

Recommended For You

editorji | কেরিয়ার

UIDAI Recruitment News : আধার দফতরে চাকরির সুযোগ, জানুন আবেদন পদ্ধতি

editorji | কেরিয়ার

DRDO Recruitment 2024 : ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে চাকরি, মাসিক বেতন শুরু ৩৭ হাজার টাকা থেকে

editorji | কেরিয়ার

Coal India Limited: কোল ইন্ডিয়া লিমিটেডে ইঞ্জিনিয়ার নিয়োগ, GATE পাস করলেই আবেদন

editorji | কেরিয়ার

NFL Recruitment 2024: ন্যাশনাল ফার্টিলাইজার লিমিটেডে কর্মী নিয়োগ, সর্বাধিক বেতন ১ লক্ষ ৪০ হাজার টাকা

editorji | কেরিয়ার

UBI Recruitment 2024 : ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় চাকরি, রইল আবেদন পদ্ধতি