JEE Main পরীক্ষার কারণে এবার বদল হতে চলেছে উচ্চমাধ্যমিক পরীক্ষার(Higher Secondary 2022) সময়সূচি। সোমবার বিকেলেই সাংবাদিক সম্মেলন করে এই সিদ্ধান্ত জানাবে রাজ্য। চলতি সপ্তাহেই মুখ্যসচিবের(Harikrishna Dwivedi) সঙ্গে বিভিন্ন জেলার জেলাশাসক-পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকে পরীক্ষাসূচির পরিবর্তনের কথা জানানো হয়েছিল।
জানা গেছে, মূলত বিজ্ঞান(Science) এবং কলা(ARTS) বিভাগের বেশ কয়েকটি বিষয়ের পরীক্ষার সঙ্গে JEE Main পরীক্ষার দিন এক হয়ে গিয়েছে। তার জেরে সমস্যায় পড়েছে রাজ্যের বহু পরীক্ষার্থী(Students)। তাদের কথা মাথায় রেখেই এবার এই পরীক্ষার সূচি পরিবর্তন করা হবে। সেক্ষেত্রে পুরো সূচি পরিবর্তন করা হবে না। তার বদলে যে পরীক্ষাগুলো JEE Main পরীক্ষার দিনে পড়েছে, সেগুলি পরিবর্তন করা হবে।সংসদ সূত্রে খবর, কেমিস্ট্রি(Chemistry), ভূগোলের(Geography) মতো বিষয়গুলোর পরীক্ষার দিন পরিবর্তন হবে।
প্রসঙ্গত উল্লেখ্য, এ বছর আট লক্ষেরও বেশি পরীক্ষার্থী উচ্চমাধ্যমিক পরীক্ষা(Higher Secondary 2022) দিতে চলেছে। করোনা পরিস্থিতিতে হোম সেন্টারেই হবে পরীক্ষা। প্রতিটি হোম সেন্টারে যাতে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা(Police Protection) থাকে তা নিয়ে ইতিমধ্যেই নবান্নে(Nabanna) বৈঠক করেছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী(Harikrishna Dwivedi)।