চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। নিয়োগ করা হবে কালিম্পং জেলার কৃষি বিভাগে। ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে। ২৭ এপ্রিল পর্যন্ত করা যাবে আবেদন। এই পদে আবেদনের জন্য সংশ্লিষ্ট প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে ন্যূনতম দ্বাদশ শ্রেণি পাশ। কালিম্পং জেলার জন্য নিয়োগ করা হবে। অনলাইনে আবেদন করা যাবে না। আবেদন করতে হবে অফলাইনেই। নথিপত্র পাঠাতে হবে একটি নির্দিষ্ট ঠিকানায়।
নথিপত্র পাঠানোর ঠিকানা: Office of the Deputy Director of Agriculture(Admn), Kalimpong, Sailabash, 9th Mile, P, O.& Dist: Kalimpong PIN 734301
আবেদন পাঠানোর শেষ তারিখ ২৭ এপ্রিল। আবেদন করার জন্য কোনও আবেদন মূল্য লাগবে না। ইন্টারভিউয়ের মাধ্যমে বেছে নেওয়া হবে যোগ্য প্রার্থীদের। প্রতি মাসে বেতন ১৫ হাজার টাকা।