জানুয়ারি মাসের শেষ সোমবার নয়া চাকরির হদিশ দিল এডিটরজি বাংলা(Editorji Bangla Job News)। সম্প্রতি স্পেশালিস্ট অফিসার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আগ্রহী প্রার্থীরা এখনই আবেদন করুন।
UBI Recruitment 2023: শূন্যপদ-
মোট ৪২টি শূন্যপদ রয়েছে বলেই খবর।
UBI Recruitment 2023: নির্বাচন পদ্ধতি-
আবেদনকারীদের ২০০ নম্বরের অনলাইন পরীক্ষা পাশ করতে হবে। এরপর অনলাইন সিলেকশন পরীক্ষা বা গ্রুপ ডিসকাশনের মাধ্যমে নির্বাচিত হবেন প্রার্থীরা।
UBI Recruitment 2023: তারিখ-
আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
UBI Recruitment 2023: আবেদন ফি-
সাধারণ প্রার্থীদের জন্য ১০০০ টাকা, ওবিসি প্রার্থীদের জন্য ৮৫০ টাকা এবং তফশিলি জাতি-উপজাতি প্রার্থীদের জন্য লাগবে ১৫০ টাকা।