অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (AIIMS)-এ চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হল। মোট ৩০০৫ টি পদে নিয়োগ করা হবে। নার্সিং অফিসার পদের জন্য লোক নেওয়া হবে। আবেদন প্রক্রিয়া ১২ এপ্রিল, ২০২৩ থেকে শুরু হয়েছে। চলবে ৫ মে, ২০২৩ পর্যন্ত। আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ ৮ মে ২০২৩।
এই পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়সসীমা হতে হবে ১৮-৩০ বছরের মধ্যে। সংরক্ষিত প্রার্থীরা বয়সের ক্ষেত্রে কিছুটা ছাড় পাবেন। এই পদের জন্য অনলাইনে আবেদন করতে হবে AIIMS-এর অফিসিয়াল ওয়েবসাইট aiimsexams.ac.in-এ গিয়ে।
NORCET-৪ এর পরীক্ষা হবে ৩ জুন, ২০২৩ এবং NORCET-৫ এর পরীক্ষা হবে ১৭ সেপ্টেম্বর, ২০২৩। এই পদের জন্য মাসিক বেতন ৪৪,৯০০ টাকা থেকে ৫৫,৫০০ টাকা পর্যন্ত।