SSR, MR-এর জন্য ভারতীয় নৌসেনার অ্যাডমিট কার্ড প্রকাশ(Admit Card for SSR/MR in Indian Navy)। অগ্নিবীর SSR, MR-এর জন্য আবেদনকারীরা অফিসিয়াল সাইট থেকে এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে।
অ্যাডমিট কার্ড ডাউনলোড পদ্ধতি
ভারতীয় নৌসেনার সাইট joinindiannavy.gov.in-এ গিয়ে একটি বক্স পপ আপ পাওয়া যাবে। এরপর সেখানে থাকা Click Here to Download Admit Card for 'INET - Agniveer - 01/2023 লিঙ্কটিতে ক্লিক করতে হবে। এখান থেকে আবার একটি নতুন পৃষ্ঠা খুলে যাবে। রেজিস্টার্ড মেল, পাসওয়ার্ড, ছবি, টেক্সট দেওয়া থাকবে সেখানে। এখানে সমস্ত তথ্য দেওয়ার পর মিলবে অ্যাডমিট কার্ড।
উল্লেখ্য, ভারতীয় নৌবাহিনী অগ্নিবীর SSR/MR-এর জন্য প্রকাশিত সময়সূচি অনুসারে, ৮ ডিসেম্বর শুরু হয় রেজিস্ট্রেশন। যা শেষ হয়েছিল ২৮ ডিসেম্বর।