আগেই ঠিক হয়ে গিয়েছে এই বছর প্রাথমিকে টেট হবে ১১ ডিসেম্বর। বুধবার ওই পরীক্ষার জন্য ন দফা নির্দেশিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। বহু প্রতীক্ষিত এই TET পরীক্ষায় অংশ নেবে রাজ্যের বহু ছেলে মেয়েই। পরীক্ষার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে আবেদনকারীরা। কিন্তু কী ভাবে প্রস্তুতি নিলে পরীক্ষা আরও ভালো হতে পারে সেই সম্পর্কেই রইল কিছু পরামর্শ।
রাজ্যের যেকোনও স্কুলে শিক্ষকতা করতে হলে বাংলায় দখল থাকা আবশ্যিক। তাই এবছরের পরীক্ষার প্রশ্নপত্রে বাংলার উপর গুরুত্ব দেওয়া হবে৷ 'ল্যাঙ্গোয়েজ ওয়ান' হিসেবে থাকবে বাংলা। এই পেপারে মোট ৩০ নম্বর থাকবে। যদিও শুধু বাংলা নয়, প্রথম ভাষা হিসেবে পরীক্ষার্থীরা বেছে নিতে পারবেন হিন্দি, ওড়িয়া, তেলেগু, নেপালি, সাঁওতালি বা উর্দু।
কেমন হবে প্রশ্নপত্র?
এই বিভাগে দুটি 'আনসিন' গদ্য এবং পদ্য দেওয়া থাকবে। পরে গদ্য থেকে ৯ টি পদ্য থেকে ৬ টি প্রশ্ন দেওয়া হবে৷ পরীক্ষার্থীদের ব্যাকরণ জ্ঞান যাচাই করা হবে। দ্বিতীয় ভাগে গুরুত্ব দেওয়া হবে ভাষার দখলে। ইতিমধ্যেই একটি নমুনা প্রশ্নপত্র প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।