এবার থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা(HS Examination) নেওয়া হবে দু-ধাপে। সেই পরিকল্পনার কথাই জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ও স্কুল শিক্ষা দফতর। ইতিমধ্যেই আইসিএসই(ICSE) ও সিবিএসই(CBSE) বোর্ড বছরে দু' বার করে পরীক্ষা নেয়। অর্থাৎ সেমেস্টার ওয়ান, সেমেস্টার টু করে ছ'মাস অন্তর তারা পরীক্ষা নেয়। এবার সেই পথেই হাঁটতে চায় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
ইতিমধ্যেই রাজ্য সরকার(West Bengal Govt.) স্কুল উচ্চশিক্ষায় নিজস্ব শিক্ষানীতি তৈরি করার জন্য একটি কমিটি তৈরি করেছে। সেই কমিটি আগামী ৬ মে বৈঠকে বসছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর(Bratya Basu) থাকার কথা সেই বৈঠকে। বৈঠকে গোটা বিষয়টি নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সূত্রের খবর। এই বিষয়ে সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য(Chiranjib Bhattacharya) জানান, "আগামী ৬ তারিখ কমিটির বৈঠক রয়েছে। ওই দিন আলোচনার পর যা বলার বলব।"
সম্প্রতি হয়ে যাওয়া উচ্চমাধ্যমিকের পরীক্ষাতেই(HS Exam 2022) সেমেস্টার সিস্টেমে পরীক্ষা নিতে চেয়েছিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। কিন্তু সময়ের অভাবে কার্যত তা আর সম্ভব হয়নি। কিন্তু এবার আগে থেকেই গোটা বিষয়টি নিয়ে এগোতে চাইছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সেমিস্টার সিস্টেমে(HS Exam in Semester System) উচ্চমাধ্যমিক পরীক্ষা নিতে গেলে সিলেবাস সংশোধন বা সিলেবাস বিভাজনের প্রয়োজন হতে পারে।