রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। এবার নিয়োগের সুযোগ রাজ্যের কৃষি বিশ্ববিদ্যালয়ে।
পদের নাম
জুনিয়র ক্লার্ক
শূন্যপদ
১টি শূন্যপদ রয়েছে
শিক্ষাগত যোগ্যতা
ক্লার্ক পদে আবেদন করার জন্য আগ্রহী আবেদনকারীকে যে কোনও স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে কমপক্ষে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে।
মাসিক বেতন
এই পদের মাসিক বেতন ২৭ হাজার ৫০০ টাকা।
আবেদন পদ্ধতি
অফলাইনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত নির্দিষ্ট আবেদনপত্রের মাধ্যমে আবেদন জানাতে হবে আগ্রহী প্রার্থীদের।
আবেদন ফি
তফশিলি জাতিভুক্ত আবেদনকারীদের ক্ষেত্রে ২৫০ টাকা এবং অন্যান্য শ্রেণীভুক্ত আবেদনকারীদের ক্ষেত্রে ৫০০ টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা
Office of the Register (Recruitment Sction), Uttar Banga Krishi Vishwavidyalaya, PO – Pundibari, District – Cooch Behar, PIN – 736165, West Bengal
আবেদনের শেষ তারিখ
২৬ জুলাই ২০২৪