শুধু মাধ্যমিক(Madhyamik 2022) নয়, জুন মাসেই প্রকাশ পেতে পারে উচ্চমাধ্যমিকের(HS Result 2022) ফলাফল। জানা গেছে, জুনের দ্বিতীয়ার্ধে ফল প্রকাশের সম্ভাবনা। ৩১ মে, ১ জুন, ২ জুন ফলাফল নিয়ে রিভিউ করবে সংসদ। সেখানেই ফলপ্রকাশের সিদ্ধান্ত হবে। তবে জুনের প্রথম, দ্বিতীয়, না চতুর্থ সপ্তাহে ফল বেরোবে, তা ঠিক হবে ওই রিভিউ মিটিংয়েই।
উল্লেখ্য, গতবছর উচ্চমাধ্যমিকে(HS Exam) পাশের হার ছিল ৯৭.৬৯ শতাংশ। তা নিয়ে যথেষ্ট বিতর্কের মুখে পড়তে হয় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদকে। তাই এবার আগে থাকতেই কিছুটা সতর্ক রয়েছে সংসদ। সংসদ সূত্রে খবর, এবার প্রায় ৫০ হাজারের মতো পরিক্ষার্থী বেড়েছে।
আরও পড়ুন- Madhyamik results will be out in june: জুনের প্রথম সপ্তাহেই মাধ্যমিকের ফল
শুধু তাই নয়। আগেই ঘোষণা করা হয়, জুনের প্রথম সপ্তাহেই ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Exam Results 2022) ফলাফল প্রকাশিত হবে। স্কুল শিক্ষা দফতর সূত্রে এই খবর জানানো হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গিয়েছে, ফল প্রকাশের প্রস্তুতি এখন তুঙ্গে। খাতা দেখা ও নম্বর জমা দেওয়ার কাজ প্রায় শেষ। তবে কত তারিখে ফল প্রকাশ হবে তা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee0 চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানা গেছে।
পর্ষদ সূত্রে জানা গিয়েছে, এবছরের মাধ্যমিক পরীক্ষার ফল পরীক্ষার্থীরা wbresults.nic.in এবং wbbse.wb.gov.in ওয়েবসাইট থেকে জানতে পারবেন। এছাড়া মোবাইল অ্যাপ এবং এসএমএস-র মাধ্যমেও ফল জানা যাবে। করোনা অতিমারী শুরু হওয়ার পর এই বছর প্রথম অফলাইনে মাধ্যমিক পরীক্ষা হয়েছে।