রাজ্যেই এবার মোটা বেতনের চাকরির সুযোগ। বিজ্ঞান নিয়ে স্নাতকোত্তর পড়াশোনা করেছেন যারা, তাদের জন্য সুখবর। রিসার্চ অ্যাসোসিয়েট পদে নিয়োগ করতে চলেছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অব সায়েন্স।
ইন্ডিয়ান অ্য়াসোসিয়েশন ফর দ্যা কাল্টিভেশন অব সায়েন্স
পদের নাম
রিসার্চ অ্যাসোসিয়েট-১ পদে নিয়োগ করা হচ্ছে
শূন্যপদ
বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, এই পদে একজন ব্যক্তিকে নিয়োগ করা হবে
শিক্ষাগত যোগ্যতা
IACS সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীকে ফিজিক্সে স্নাতকোত্তর হতে হবে। পাশাপাশি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করতে হবে।
আরও পড়ুন: নিয়োগের বিজ্ঞপ্তি ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের, জেনে নিন কীভাবে করবেন আবেদন
আবেদন ফি
এই পদে কোনও আবেদন ফি লাগবে না
বেতন
এই পদে সুযোগ পেলে মাসিক ৩৫ হাজার থেক ৪৭ হাজার টাকা পর্যন্ত বেতন পাওয়া যাবে।
কীভাবে আবেদন
অনলাইনে আবেদন করা যাবে। ইমেলেই পাঠানো যাবে আবেদনপত্র। আগ্রহী প্রার্থীরা msbd@iacs.res.in ও bdiacs@gmail.com এই দুটি মেল আইডিতে আবেদনপত্র পাঠাতে পারেন
আবেদনের শেষ দিন
২৭ জুলাই পর্যন্ত আবেদন গ্রহণ করবে IACS
নির্বাচন পদ্ধতি
অনলাইন ইন্টারভিউর মাধ্যমেই চূড়ান্ত প্রার্থী বাছাই করা হবে