চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল ভারতীয় বায়ুসেনা। অগ্নিবীর প্রকল্পে একাধিক পদে নিয়োগ করা হবে।
৭ই নভেম্বর থেকে শুরু হবে আবেদন প্রক্রিয়া। তবে, অগ্নিবীর প্রকল্পের আওতায় এই নিয়োগ করা হবে। প্রকল্প অনুযায়ী, অগ্নিবীর বায়ু পদে ৪ বছরের জন্য নিয়োগ করা হবে।
আবেদনকারীকে স্বীকৃত বোর্ড থেকে দশম ও দ্বাদশ শ্রেণী পাস করতে হবে। থাকতে হবে মার্কশিট। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরও মার্কশিট জমা দিতে হবে।
২৯ ডিসেম্বর ১৯৯৯ থেকে ২৯ জুন ২০০৫ এর মধ্যে যাঁদের জন্ম, তাঁরাই শুধুমাত্র এই পদের জন্য আবেদন করতে পারবেন। মহিলাদের ক্ষেত্রে ১০ শতাংশ সংরক্ষণ দেওয়া হচ্ছে।
agnipathvayu.cdac.in এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। ওই ওয়েবসাইটে দেওয়া অপশন অনুযায়ী যথাযথভাবে আবেদনের ফর্মটি পূরণ করতে হবে। আবেদনের সময় প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে। এরপর আবেদনকারীকে আবেদন ফি জমা করে ফর্মটি জমা দিতে হবে। ভবিষ্যতে ব্যবহারের জন্য ফর্মের স্ক্রিনশট তুলে রাখতে হবে।
আবেদন জমা দেওয়ার শেষ দিন ২৩ নভেম্বর।
১৮ জানুয়ারি, ২০২৩ থেকে ২৪ জানুয়ারি, ২০২৩। এই সময়কালে পরীক্ষা হবে।
এই ফর্ম পূরণের জন্য ২৫০ টাকা জমা দিতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে ছাড় থাকছে।