ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন বা আইবিপিএসে চাকরির সুযোগ | সোমবার সামনে এসেছে বিজ্ঞপ্তি| জানা গিয়েছে, পরীক্ষার মাধ্যমে চাকরি প্রার্থীদের বেছে নেওয়া হবে| অনলাইনে আবেদন করা যাবে, জেনে নিন নিয়োগ সংক্রান্ত বিস্তারিত| SBI বাদে সমস্ত ব্যাঙ্কে নিয়োগ হয় আইবিপিএস পরীক্ষার মাধ্যমেই|
পদের নাম : ক্লার্ক
মোট শূন্যপদ: ৬,১২৮টি
বয়স: আবেদনকারীর বয়স হতে হবে, ২০ থেকে ২৮ বছরের মধ্যে।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তীর্ণ হতে হবে| কম্পিউটারে কাজের দক্ষতা হতে হবে|
আবেদন পদ্ধতি: প্রিলিমিনারি এবং মেন পরীক্ষার মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে | প্রিলিমিনারি ক্লিয়ার করার পরেই, মেন পরীক্ষায় বসা যাবে|
আবেদনের শেষ দিন : ২১ জুলাই।
আবেদন মূল্য: সংরক্ষিত এবং অসংরক্ষিতদের যথাক্রমে ১৭৫ এবং ৮৫০ টাকা লাগবে|