ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR)- এ মাধ্যমিক পাসে চাকরি। পশ্চিমবঙ্গের যেকোনও বাসিন্দা এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। এই পদে আবেদনের জন্য জেনে নিন বিস্তারিত।
পদের নাম - টেকনিশিয়ান ও মাল্টি টাস্কিং স্টাফ পফে নিয়োগ।
শূন্যপদ- প্রথমটির জন্য ২০ টি এবং দ্বিতীয়টির জন্য ৮টি শূন্যপদ রয়েছে
শিক্ষাগত যোগ্যতা: প্রথম পদ অর্থাৎ টেকনিয়ান পদে আবেদনের জন্য কোনও স্বীকৃত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাসের পাশাপাশি মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি, কম্পিউটার স্ট্যাটিস্টিক্সে ডিপ্লোমা থাকা প্রয়পযোন। দ্বিতীয় পদ অর্থাৎ মাল্টি টাস্কিং স্টাফ পদে আবেদনের জন্য মাধ্যমিক পাস বাধ্যতামূলক।
বেতন - প্রথম পদের জন্য মাসিক বেতন ১৯ হাজার ৯০০ থেকে ৬৩ হাজার ২০০ টাকা পর্যন্ত এবং MTS পদের মাসিক বেতন হবে ১৮ হাজার থেকে ৫৬ হাজার ৯০০ টাকা পর্যন্ত।
বয়স- প্রথম পদের জন্য ২৮ এবং দ্বিতীয় পদের জন্য ২৫ হতে হবে আবেদনকারীর বয়স।
আবেদন পদ্ধতি- অফলাইনে আবেদন। ইচ্ছুক প্রার্থীদের https://main.icmr.nic.in/ অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করে নির্দিষ্ট ঠিকানায় মুখ বন্ধ খামে পাঠাতে হবে।
আবেদনের শেষ তারিখ- ১৫ জুলাই। ২০২৩