রবিবার আইসিএসই-র দশম শ্রেণি এবং আইএসসি-র দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলপ্রকাশ হতে চলেছে। শনিবার কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশন এই বিজ্ঞপ্তিটি জানিয়েছে।
কীভাবে ফল জানবে স্কুলগুলি?
সিআইএসসিই-র ওয়েবসাইট থেকে সরাসরি ফল জানা যাবে। এ ছাড়াও সিআইএসসিই-র 'কেরিয়ার্স' পোর্টাল থেকেও ফল জানতে পারবে স্কুলগুলিও। এছাড়াও ফল সংক্রান্ত কোনও তথ্য জানতে সিআইএসসিই-র হেল্পলাইন নম্বর ১৮০০২০৩২৪২৪ নম্বরে যোগাযোগ করতে পারবে স্কুলগুলি। পাশাপাশি helpdesk@cisce.org-তে মেল করাও যাবে।
ছাত্রছাত্রীরা কীভাবে ফল জানবেন?
সিআইএসসিই-র ওয়েবসাইট থেকে 'আইসিএসই' অপশনে ক্লিক করে দশম ও দ্বাদশ শ্রেণীর ফল জানা যাবে। এক্ষেত্রে ওয়েবসাইটে গিয়ে 'রেজাল্ট' অপশনে গিয়ে 'ইউনিক আইডি', 'ইনডেক্স নম্বর' দিতে হবে।