সোমবার প্রকাশিত হল ICSE এবং ISC বোর্ড পরীক্ষার প্রথম সেমিস্টারের ফল(ICSE-ISC Semester 1 Results 2021)। সকাল দশটা নাগাদ প্রকাশিত হয় দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থীদের ফলাফল।
পরীক্ষার্থীরা অফিশিয়াল ওয়েবসাইট cisce.org-তে গিয়ে দেখে নিতে পারবেন ফলাফল(ICSE-ISC Semester 1 Results 2021)। এর পাশাপাশি কোনও বিষয়ে পুনরায় খাতা দেখার আবেদনও করতে পারবেন পড়ুয়ারা(Students)। সেক্ষেত্রে প্রতিটি বিষয়ের জন্য জমা দিতে হবে ১০০০ টাকা। এই আবেদনের জন্য শেষ দিন ধার্য হয়েছে ১০ ফেব্রুয়ারি। ওই দিন সকাল দশটার মধ্যেই স্কুল কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে কথা বলতে হবে পরীক্ষার্থীদের।
আরও পড়ুন- Sputnik Light: ভারতে জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য ছাড়পত্র পেল স্পুটনিক লাইট ভ্যাকসিন
প্রথম সেমিস্টারের ফলাফল(ICSE-ISC Semester 1 Results 2021) প্রকাশের পর এবার দ্বিতীয় সেমিস্টারের(2nd Semester) অপেক্ষা। এরপর প্রথম ও দ্বিতীয় সেমিস্টার এর নম্বরের গড় হিসেব করে ফাইনাল রেজাল্ট(ICSE-ISC Final result 2021) বের করা হবে। আজ দ্বিতীয় সেমিস্টারের দিন ঘোষণা করবে বোর্ড(ICSE Board)। সম্ভবত আগামী মার্চ-এপ্রিলে নেওয়া হতে পারে দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা।