ফের নিয়োগ বিজ্ঞপ্তি জারি করল IDBI Bank বা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। রাজ্যের যে কোনও জায়গা থেকেই আবেদন করা যাবে বলেই খবর।
IDBI Bank Recruitment: শূন্যপদ-
৬০০টি শূন্যপদে আবেদনের সুযোগ রয়েছে।
IDBI Bank Recruitment: যোগ্যতা-
যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক পাশ করলেই মিলবে চাকরি। তবে সংশ্লিষ্ট বিভাগে ২ বছরের অভিজ্ঞতা থাকলে মিলবে অগ্রাধিকার।
IDBI Bank Recruitment: আবেদন পদ্ধতি-
অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর সেখানে নাম-ঠিকানা-মোবাইল নম্বর দিয়ে নিজের সমস্ত বৈধ ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে।
IDBI Bank Recruitment: আবেদন ফি-
জেনারেল প্রার্থীদের ফি ১০০০ টাকা। তবে সংরক্ষিত প্রার্থীদের জন্য লাগবে ২০০ টাকা।
IDBI Bank Recruitment: আবেদনের তারিখ-
২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই আবেদন।
IDBI Bank Recruitment: নিয়োগ পদ্ধতি-
অনলাইন টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন, ইন্টারভিউ, মেডিকেল টেস্টের মাধ্যমে হবে নিয়োগ।