ইন্ডিয়া গভর্নমেন্ট মিন্ট-এর কলকাতা (Kolkata) শাখায় চাকরির সুযোগ। সুপারভাইজার, এনগ্রেভার ও জুনিয়র টেকনিশিয়ানের ৯টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত।
সুপারভাইজার পদে ১ টি, খোদাইকারী পদে ২টি এবং
জুনিয়র টেকনিশিয়ান পদে ৬টি ভ্যাকেন্সি রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা:
পদের নাম যোগ্যতা
সুপারভাইজার স্নাতকোত্তর ডিগ্রি
এনগ্রেভার ব্যাচেলর অফ ফাইন আর্টস
জুনিয়র টেকনিশিয়ান ফুল-টাইম I.T.I.
বয়সসীমা:
পদের নাম বয়স
সুপারভাইজার ১৮ থেকে ৩০ বছর
এনগ্রেভার ১৮ থেকে ২৮ বছর
জুনিয়র টেকনিশিয়ান ১৮ থেকে ২৫ বছর
বেতনক্রম
পদের নাম বেতন
সুপারভাইজার ২৭৬০০ থেকে ৯৫৯১০ টাকা
এনগ্রেভার ২৩৯১০/- থেকে ৮৫৫৭০/-
জুনিয়র টেকনিশিয়ান ১৮৭৮০ থেকে ৬৭৩৯০ টাকা
আবেদন ফি:
প্রার্থীদের অবশ্যই 600/- (SC/ST-এর জন্য 200/- টাকা) আবেদন ফি দিতে হবে।
ভারত সরকার মিন্ট, কলকাতা (পশ্চিমবঙ্গ) এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে ৪ জুন থেকে ৭ জুলাই-এর মধ্যে।