প্রজেক্ট অ্য়াসিস্ট্যান্ট পদে নিয়োগ করবে আই আই টি দিল্লি। জেনে নিন ওই পদে আবেদন করবেন কীভাবে?
পদের নাম-
প্রজেক্ট অ্য়াসিস্ট্যান্ট এবং প্রজেক্ট কনসালটেন্ট
শূন্যপদ-
৫১টি শূন্যপদের জন্য নিয়োগ করা হবে।
আবেদন কীভাবে?
অনলাইন এবং অফলাইনে আবেদন করতে পারবেন ইচ্ছুকরা। ird.iitd.ac.in-এই ওয়েবসাইটে অনলাইনে আবেদন করা যাবে।
কারা আবেদন করতে পারবেন?
উচ্চমাধ্য়মিক থেকে শুরু করে স্নাতকরা ওই পদগুলির জন্য আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ দিন-
ইতিমধ্যে আবেদনপত্র গ্রহণ করা শুরু হবে। ২০ মে ২০২৪-এর মধ্যে আবেদন করতে পারবেন ইচ্ছুকরা।
বেতন-
উত্তীর্ণদের বেতন ৩৪ হাজার টাকা থেকে ১ লাখ ৬হাজার মধ্যে হবে।