নিয়োগের সুযোগ এবার IIT-খড়গপুরে। সম্প্রতি নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি জারি করেছে এই সংস্থা। রাজ্যের যে কোনও জেলার চাকরিপ্রার্থীরাই আবেদন করতে পারবেন। কেন্দ্রীয় সরকারের 'মিনিস্ট্রি অফ সায়েন্সেস' এর অধীনে নিয়োগ করা হবে জুনিয়র রিসার্চ ফেলো।
পদের নাম- জুনিয়র রিসার্চ ফেলো
বয়স- ২৮ এর মধ্যে, সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে ছাড় আছে।
শিক্ষাগত যোগ্যতা - প্রার্থীদের যেকোনও স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে BTech/ মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং (ME)/ MTech অথবা মাস্টার অফ সায়েন্স (MSc) ডিগ্রি থাকতে হবে। এছাড়া নেট পাস থাকতে হবে।
বেতন- মাসিক স্টাইপেন্ড মিলবে ৩১ হাজার টাকা
কীভাবে আবেদন- অফিশিয়াল ওয়েবসাইটের জব অপশানে গিয়ে, টেমপোরারি পজিশন থেকে জুনিয়ার রিসার্চ ফেলো সিলেক্ট করে আবেদন করুন।
আবেদনের শেষ তারিখ- ২৮ জুলাই