ভারতীয় ডাকবিভাগে কর্মী নিয়োগ। গ্রামীন ডাক সেবক নিয়োগ করা হবে। এই পদের জন্য দেশজুড়ে ৪০ হাজার কর্মী নিয়োগ করবে ডাকবিভাগ। কারা আবেদন করতে পারবেন। কী কী লাগবে, জেনে নিন বিশদে।
বয়সসীমা
এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৪৫ বছর।
যোগ্যতা
যে কোনও স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাস করা থাকতে হবে। প্রার্থীর কমপক্ষে ৫০ শতাংশ নম্বর থাকতে হবে।
কী কী নথি লাগবে
আধার কার্ড, প্যান কার্ড, জাতি শংসাপত্র, উপার্জনের শংসাপত্র ও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার মার্কশিট
নির্বাচন প্রক্রিয়া
গ্রামীন ডাক সেবক পদে তিনটি স্তরে নির্বাচন হবে। মেধাতালিকা, নথি যাচাই ও ইন্টারভিউ। একাধিক ধাপে মেধাতালিক প্রকাশ করবে ভারতীয় ডাক বিভাগ। যাঁরা নির্বাচিত হবেন, তাঁদের নথি যাচাই করা হবে। শেষ স্তরে বাছাই প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে বেছে নেওয়া হবে।
কীভাবে আবেদন
ইন্ডিয়ান পোস্ট সার্কল (www.indiapostgdsonline.gov.in)-এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। “India post GDS 2024" এই লিঙ্কে করতে হবে। ফর্মে প্রয়োজনীয় নথি জমা করতে হবে। ফর্মটি পূরণ করে তা ভবিষ্যতের জন্য প্রিন্ট আউটও করে রাখতে পারেন।
আবেদন ফি
এই পদে আবেদনের জন্য ১০০ টাকা ফি লাগবে
বেতন
এই পদে সর্বনিম্ন বেতন ২৪,৫০০ টাকা। সর্বাধিক বেতন ৯৫,০০০ টাকা।