লকডাউন ওঠার পর থেকেই ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে চাকরির বাজার। এবার এক দুর্দান্ত সুযোগ নিয়ে এল ভারতীয় ডাক বিভাগ। সেখানে অষ্টম শ্রেণি পাস করলেই মিলবে আকর্ষণীয় বেতনে চাকরি। ডাক বিভাগে কার্পেন্টার, ওয়েল্ডার, টায়ারম্যান সহ একাধিক পদে চাকরির সুযোগ।
India Post Recruitment 2022: শূন্যপদ
মোট ৭টি শূন্যপদে আবেদন করা যাবে। এর মধ্যে ৩টি জেনারেল, ১টি অর্থনৈতিকভাবে দুর্বল, ২টি অনগ্রসর শ্রেনীর জন্য এবং ১টি পদ তফশিলি উপজাতিদের জন্য সংরক্ষিত আছে।
India Post Recruitment 2022: যোগ্যতা
অষ্টম শ্রেণি পাসে প্রতিটি পদেই আবেদন করা যাবে। মেকানিক পদে আবেদনের জন্য বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা জরুরি।
India Post Recruitment 2022: বয়সসীমা
১৮-৩০ বছর বয়সী প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন। তবে সংরক্ষিত প্রার্থীদের জন্য বয়সের নির্দিষ্ট ছাড় রয়েছে।
India Post Recruitment 2022: প্রার্থী বাছাই
নির্দিষ্ট কিছু শর্তের ভিত্তিতে প্রার্থীদের বাছাই করা হবে। স্কিলড আর্টিসন্স পদের জন্য আবেদনকারীদের একটি কম্পিটিটিভ ট্রেস টেস্ট দিতে হবে।
India Post Recruitment 2022: আবেদন প্রক্রিয়া
অফলাইনে নির্দিষ্ট পদ্ধতি মেনে আবেদন করতে হবে। সঙ্গে পাঠাতে হবে প্রয়োজনীয় নথিপত্রও। আবেদন পাঠাতে হবে- ম্যানেজার, মেইল মোটর সার্ভিস, গুডস শেড রোড, কোয়েম্বাটুর- ৬৪১০০১
India Post Recruitment 2022: সময়সীমা
১ অগাস্ট ২০২২ বিকেল ৫টা পর্যন্ত চলবে এই আবেদন প্রক্রিয়া