ভারতীয় ডাকবিভাগে কাজের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মোট ২৪টি শূন্যপদে কর্মীনিয়োগ করবে ইন্ডিয়া পোস্ট। কবে থেকে জমা নেওয়া শুরু হবে আবেদন! আগ্রহী প্রার্থীদের কী কী করতে হবে, বিস্তারিত জেনে নিন।
আবেদনের শেষ দিন
পোস্ট অফিসের এই পদে আবেদন করার শেষ দিন ২০ জুলাই
শূন্যপদ
ভারতীয় ডাকবিভাগে মোট ২৪টি শূন্যপদের ঘোষণা করা হয়েছে। মোট ২৪ জনকে এই পদে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা
গাড়ির চালকের জন্য এই শূন্যপদ ঘোষণা করা হয়েছে। প্রার্থীদের স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট থেকে মাধ্যমিক পাশ থাকতে হবে। বৈধ ড্রাইভিং লাইসেন্স ও ড্রাইভিংয়ে অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স
এই পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স সীমা ২০ জুলাই, ২০২২-এর মধ্যে ৫৬ বছরের মধ্যে থাকতে হবে।
আরও পড়ুন: উইম্বলডনে কেজিএফ-এর সংলাপ! অফিসিয়াল অ্যাকাউন্টই ধার করল সুপারহিট দক্ষিণী ছবির ডায়ালগ
কীভাবে আবেদন
যোগ্য প্রার্থীরা ভারতীয় ডাকবিভাগে আবেদনের জন্য indiapost.gov.in- এই ওয়েবসাইটে আবেদন করতে পারবেন। আবেদনপত্রে নির্দিষ্ট ফরম্যাটে ও নির্দিষ্ট ঠিকানায় আবেদন করতে হবে।
Sr. Manager (JAG), Mail Motor Service No.-37, Greams Road, Chennai- 600006.
বিস্তারিত জানতে আবেদনকারীরা ইন্ডিয়া পোস্টের ওয়েবসাইট দেখে নিন।