চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। এবার ভারতীয় ডাক বিভাগে মেল মোটর সার্ভিসের আওতায় টেকনিক্যাল সুপার ভাইজার পদে নিয়োগ করা হবে। এই পদে আবেদেনের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।
India Post Recruitment 2022: শিক্ষাগত যোগ্যতা
যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল অথবা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি অথবা ডিপ্লোমা পাস হতে হবে। এছাড়াও কমপক্ষে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অথবা যে কোনও স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাসের পাশাপাশি কমপক্ষে পাঁচ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
India Post Recruitment 2022: বয়স
০১/০৭/২০২২ অনুযায়ী আবেদনকারীদের বয়স ২২ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
India Post Recruitment 2022: বেতন
এই পদের জন্য প্রতিমাসে ৩৫,৪০০/- থেকে ১,১২,৪০০/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
India Post Recruitment 2022: আবেদন পদ্ধতি
যাবতীয় প্রয়োজনীয় তথ্য দিয়ে বায়োডাটা বানিয়ে নির্দিষ্ট ঠিকানায় তা পাঠিয়ে দিতে হবে। বায়োডেটার সঙ্গে শিক্ষাগত যোগ্যতার যাবতীয় নথি পাঠাতে হবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা: THE SENIOR MANAGER ,MAIL MOTOR SERVICE, 139, BELEGHATA ROAD, KOLKATA-700015
India Post Recruitment 2022: আবেদনের সময়সীমা
এই পদে ২১ সেপ্টেম্বর অবধি আবেদন করা যাবে।