ফের পোস্ট অফিসে চাকরির সুবর্ণ সুযোগ। সরকারি চাকরিপ্রার্থীদের জন্য হাতে সময় খুব কম। এমভি মেকানিক, পেন্টার, এমভি ইলেকট্রিশিয়ান সহ 'গ্রুপ সি'-এর একাধিক পদে হবে নিয়োগ। ইন্ডিয়া পোস্টের অফিশিয়াল ওয়েবসাইটে আবেদন করা যাবে।
India Post Recruitment 2022: শূন্যপদ
মোট ৭টি পদে নিয়োগের সুযোগ রয়েছে।
India Post Recruitment 2022: যোগ্যতা
অষ্টম শ্রেণি পাশ সহ সরকারি টেকনিক্যাল প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে এক বছরের অভিজ্ঞতার সার্টিফিকেট প্রয়োজন।
India Post Recruitment 2022: বেতন
মাসিক বেতন প্রায় ১৯, ৯০০ টাকা থেকে ৬৩, ২০০ টাকা পর্যন্ত হওয়ার সুযোগ। এছাড়াও রয়েছে বিভিন্ন ভাতা বা অ্যালাওয়েন্স।
India Post Recruitment 2022: নিয়োগ প্রক্রিয়া
নির্দিষ্ট সিলেবাসের ভিত্তিতে নেওয়া হবে পরীক্ষা। লিখিত পরীক্ষায় পাশের পর ইন্টারভিউ নেওয়া হবে। সংশ্লিষ্ট পরিক্ষার্থীকে পরীক্ষার স্থান-সময় জানানো হবে মেল বা মেসেজ মারফত।
India Post Recruitment 2022: সময়সীমা
১৭ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত করা যাবে আবেদন।