পোস্ট অফিসে কর্মখালি । সম্প্রতি, স্পোর্টস কোটায় শূন্যপদের বিজ্ঞপ্তি জারি করেছে ভারতীয় ডাকবিভাগ । ২৩ অক্টোবর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে । আবেদনের শেষ তারিখ ২২ নভেম্বর । আগ্রহী প্রার্থীরা dopsportsrecruitment.in-এ গিয়ে আবেদন করতে পারবেন ।
শূন্যপদ
মোট শূন্যপদ ১৮৮ । তার মধ্যে ডাক সহকারী ও বাছাই সহকারীর পদে আসন খালি আছে ৭১ টি । পোস্টম্যান ও মাল্টি টাস্কিং স্টাফ বা এমটিএস পদে যথাক্রমে ৫৬টি ও ৬টি আসন শূন্য রয়েছে ।
বয়সসীমা
আবেদনকারী প্রার্থীদের সর্বনিম্ন বয়সসীমা ১৮ বছর ও সর্বোচ্চ বয়সসীমা ২৭ বছর হতে হবে। কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী বিভিন্ন সংরক্ষিত বিভাগের প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হবে ।
শিক্ষাগত যোগ্যতা
ডাক সহকারী বা বাছাই সহকারী, পোস্টম্যান ও এমটিএস পদে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের দ্বাদশ বা দশম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সেইসঙ্গে ৬০ দিনের কম্পিউটার সার্টিফিকেট কোর্সও করতে হবে । অন্যদিকে, মেইল গার্ড পদের জন্য দ্বাদশ শ্রেণি পাশ করতে হবে । স্থানীয় ভাষায় জ্ঞান থাকতে হবে। কমপক্ষে ৬০ দিনের কম্পিউটার সার্টিফিকেট কোর্স থাকতে হবে।
বেতন
ডাক সহকারী ও বাছাই সহকারী পদে বেতন হল ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা । পোস্টম্যান বা মেইল গার্ডের ক্ষেত্রে বেতন হল ২১৭০০-৬৯১০০ , এমটিএস পদের জন্য বেতন ১৮০০০-৫৬৯০০ টাকা
আরও বিস্তারিত জানতে ডাক বিভাগের অফিশিয়াল ওয়েবসাইটে চোখ রাখুন ।