এই মুহূর্তে বাজারে সরকারি চাকরির আকাল। একটা চাকরির আশায় হন্যে হয়ে ঘুরছে শিক্ষিত বেকাররা। তবে এবার চাকরিপ্রার্থীদের জন্য সুখবর দিল ইন্ডিয়া পোস্ট। পোস্টম্যান, মেল গার্ড ছাড়াও মাল্টি টাস্কিং স্টাফ বা এমটিএস পদে চাকরির সুযোগ। শুধুমাত্র অনলাইনেই আবেদনের সুযোগ রয়েছে।
India Post Recruitment 2022: শূন্যপদ-
দেশজুড়ে পোস্টম্যান, মেল গার্ড, মাল্টি টাস্কিং স্টাফ যোগ্যতায় হবে নিয়োগ। এর মধ্যে রাজ্যে পোস্টম্যান পদে ৫,২৩১টি, মেল গার্ড পদে ১৫৫টি এবং এমটিএস পদে ৩৭৪৪টি শূন্যপদে নিয়োগ হবে।
India Post Recruitment 2022: শিক্ষাগত যোগ্যতা-
পোস্টম্যান পদে আবেদন করতে চাকরিপ্রার্থীকে মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। পাশাপাশি, মেল গার্ড এবং এমটিএস পদেও একই যোগ্যতা আবশ্যক। তবে তার সঙ্গে লাগবে কম্পিউটারের প্রাথমিক জ্ঞান।
India Post Recruitment 2022: বয়স-
আবেদনকারীদের বয়েস হতে হবে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে। তবে সংরক্ষিতদের বয়সে নির্দিষ্ট ছাড় থাকবে।
India Post Recruitment 2022: আবেদন ফি-
প্রার্থীদের জন্য আবেদন ফি ধার্য হয়েছে ১০০ টাকা।