ফের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি ভারতীয় ডাকবিভাগে। কারিগরি বিদ্যায় দক্ষ হস্তশিল্পীদের নিয়োগ করবে ডাকবিভাগ। মেকানিক, ইলেকট্রিশিয়ান, কাঠের মিস্ত্রী, ঢালাইশিল্পীদের নিয়োগ করবে ডাকবিভাগ। ১৭ অক্টোবর, ২০২২-এর মধ্যে আবেদন করতে হবে। অফলাইনে আবেদন করতে হবে চাকরিপ্রার্থীদের।
দক্ষ কারিগরদের নিয়োগ করবে ডাকবিভাগ। গ্রুপ সি কর্মীদের নিয়োগ করবে।
একজন মেকানিক, ২জন ইলেকট্রিশিয়ান, একজন চিত্রশিল্পী, একজন ঢালাইশিল্পী ও একজন কাষ্ঠশিল্পী। মোট শূন্যপদ ৬টি।
গোটা দেশ জুড়েই নিয়োগ করা হবে
১৭ অক্টোবর, ২০২২-এর মধ্যে আগ্রহী চাকরিপ্রার্থীদের আবেদন করতে হবে।
আরও পড়ুন: মাত্র ১৯ বছর বয়স, দেশের কনিষ্ঠতম ধনকুবের হলেন 'জেপ্টো'র প্রতিষ্ঠাতা কৈবল্য বোহরা
এই কাজে আবেদনের জন্য কোনও সরকারি বা স্বীকৃত বেসরকারি কারগরি বিশ্ববিদ্যালয় থেকে ওই পদে সার্টিফিকেট থাকতে হবে। অথবা আবেদনের জন্য অষ্টম শ্রেণি পাস ও এক বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।
মেকানিক পদে আবেদনের জন্য ড্রাইভিং লাইসেন্স থাকা অবশ্যই জরুরি। যে কোনও ধরনের গাড়ি পরীক্ষা করার সময় চালিয়ে দেখতে পারেন।
এই পদে আবেদন করতে গেলে বয়সসীমা ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে
যোগ্য প্রার্থীরা এই পদে নিযুক্ত হলে, তাঁদের মাসিক বেতন হবে ১৯,৯০০ টাকা। সর্বাধিক বেতন হতে পারে ৬৩ হাজার ২০০ টাকা।
আগ্রহী প্রার্থীরা একসঙ্গে দুটি বিষয়ে আবেদন করতে চাইলে প্রত্যেক বিভাগের জন্য আলাদা আলাদা আবেদনপত্র পাঠাতে হবে। এনভেলপের উপর নির্দিষ্ট ট্রেডের নাম লিখতে হবে। তারপর নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে আবেদনপত্র।
দা ম্যানেজার
মেল মোটর সার্ভিস
সিটিও কমপাউন্ড, থাল্লাকুলাম
মাদুরাই-৬২৫০০২
নির্দিষ্ট পরীক্ষার মাধ্যমে ওই নির্ধারিত বিষয়ে সিলেবাস ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে। তার মাধ্যমেই প্রার্থী বাছাই করা হবে।