ভারতীয় বায়ুসেনায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। গ্রুপ সি পদে কর্মী নিয়োগ করা হবে। বায়ুসেনার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফর্ম ডাউনলোড করে আবেদন করতে হবে। মাধ্যমিক পাস করা থাকলেই আবেদন করতে পারবেন।
শূন্য়পদ
গ্রুপ সি সিভিলিয়ান পোস্টের জন্য ১৮২টি শূন্যপদ রয়েছে। ১৫৭টি পদে লোয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগ করা হবে। ১৮টি পদে হিন্দি টাইপিস্ট লাগবে। ৭টি পদে ড্রাইভার নিয়োগ করা হবে।
বয়সসীমা
আগ্রহী আবেদনকারীদের সর্বনিম্ন বয়স হবে ১৮ বছর। সর্বাধিক বয়স হবে ২৫ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য বয়সে ছাড় আছে।
শিক্ষাগত যোগ্যতা
লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য যে কোনও স্বীকৃত বোর্ড বা মাদ্রাসা থেকে মাধ্যমিক পাস করতে হবে। ইংরেজিতে মিনিটে ৩৫টি শব্দ বা তার বেশি লেখার টাইপিং দক্ষতা থাকতে হবে। হিন্দি ভাষার জন্য ন্যূনতম শব্দ, মিনিটে ৩০। হিন্দি ভাষার জন্য ন্যূনতম উচ্চমাধ্যমিক পাস করা থাকতে হবে। ড্রাইভিং পদের জন্য মাধ্যমিক পাস করলেই আবেদন করা যাবে। তবে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ভারী যান চালানোর অভিজ্ঞতাও থাকতে হবে।
কীভাবে বাছাই
পরীক্ষা, স্কিল টেস্ট, প্র্যাকটিক্যাল, ফিজিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেবে বায়ুসেনা। লিখিত পরীক্ষায় পাস করলে তবে পরবর্তী ধাপে যেতে পারবেন প্রার্থীরা।
কীভাবে আবেদন
ভারতীয় বায়ুসেনার অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দেখে আবেদন করতে হবে। ওয়েবসাইটটি হল, www.indianairforce.nic.in। এই সাইটের হোম পেজ থেকে রিসেন্ট নিউজ ট্যাবে যেতে হবে।
এরপর রিক্রুটমেন্ট ট্যাবে গিয়ে ফর্মটি ডাউনলোড করতে হবে। প্রিন্ট আউট করে ফর্মটি পূরণ করতে হবে। পাসপোর্ট সাইজের একটি ছবি লাগবে। নিজের বয়স, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও অন্য নথিও লাগবে।
সব একটি খামে ভরে কোন পদে আবেদন করতে চান, তা লিখতে হবে। নির্দিষ্ট এয়ার ফোর্স স্টেশনে রেগুলার মেলের মাধ্যমে সব নথি কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে আবেদনকারীকে।