ভারতীয় সেনাবাহিনীর স্থায়ী কমিশনে টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্সের জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। দেরাদুনের ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমির কোর্স শুরু হবে জুলাই, ২০২৪ থেকে। ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে আবেদন করা যাবে। কীভাবে আবেদন, জেনে নিন।
পদ
১৩৯ টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্স।
শূন্যপদ
৩০টি শূন্যপদে নিয়োগ করা হবে
শিক্ষাগত যোগ্যতা
উপরের পদগুলিতে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক প্রার্থীরাই আবেদন করতে পারবেন। শেষ বছর যারা পড়ছেন, তাঁরাও আবেদন করতে পারবেন।
বয়সসীমা
এই পদে আবেদনের জন্য সর্বনিম্ন বয়স ২০ বছর। আবেদনকারীরা সর্বাধিক ২৭ বছর বয়স হলে আবেদন করতে পারবেন।
প্রার্থী বাছাই
অবিবাহিত প্রার্থীরাই আবেদন করতে পারবেন। প্রার্থীদের SSB-এর ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই করা হবে। সঠিক সময়, তারিখ, স্থান যোগ্য প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। অফিসিয়াল ওয়েবসাইট www.joinindianarmy.nic.in-এই সাইটে দেখে নিতে পারেন সম্পূর্ণ বিজ্ঞপ্তি।
কীভাবে আবেদন
অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড রেজিস্ট্রেশন বা অ্যাকনলেজমেন্ট স্লিপ কম্পিউটার স্ক্রিনে দেখা যাবে। সেটি প্রিন্ট আউট করিয়ে রাখতে পারেন। কীভাবে আবেদন করতে পারবেন তার জন্য আনুষ্ঠানিকভাবে প্রকাশিত বিজ্ঞাপন দেখে নিন।
আবেদনের শেষ দিন
২৭ সেপ্টেম্বর থেকে আবেদন জমা নেওয়া শুরু হয়ে গিয়েছে। অনলাইনে আবেদনের শেষ দিন ২৬ অক্টোবর, ২০২৩।