চাকরি প্রার্থীদের জন্য এবার ব্যাঙ্কে চাকরির সুযোগ। ইন্ডিয়ান ব্যাঙ্ক (Indian Bank) সম্প্রতি একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের নাগরিক হলেই শূন্য পদের জন্য আবেদন করা যাবে।
পদের নাম
ডেপুটি ভাইস প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট।
শিক্ষাগত যোগ্যতা
সার্টিফাইড অ্যাসোসিয়েট অফ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ব্যাঙ্কার্স থেকে সার্টিফিকেট কোর্স সহ স্নাতক পাস করতে হবে চাকরিপ্রার্থীদের। একই সঙ্গে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা জরুরী।
মাসিক বেতন
কেন্দ্রীয় সরকারের বেতন কমিশনের পে মেট্রিক্স অনুযায়ী মাসিক বেতন দেওয়া হবে।
বয়সসীমা
চাকরিপ্রার্থীরা ৬৩ কিছু পদের ক্ষেত্রে ৬৮ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন।
আরও পড়ুন - এয়ারপোর্টে চাকরির সুযোগ, ১০৫ টি পদে নিয়োগ , বেতন মিলবে প্রায় ২২ হাজার
আবেদন ফি
প্রত্যেক আবেদনকারীকে ১ হাজার টাকা আবেদন ফি দিতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা
general Manager (HRM), Indian Bank Corporate Office, HRM Department, Recruitment Section 254-260, Avvai Shanmugham Salai, Royapettah, Chennai, Tamil Nadu- 600014.
আবেদনের শেষ তারিখ
১৪ই আগস্ট ২০২৩