অফিসার পোস্টে নিয়োগ করবে ইন্ডিয়ান ব্যাঙ্ক। ইতিমধ্যে ওই পদগুলিতে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কারা ওই পদগুলিতে আবেদনের যোগ্য? এই প্রতিবেদনে জেনে নিন বিস্তারিত তথ্য।
মোট শূন্যপদ-
অফিসার পোস্টে নিয়োগের মোট শূন্যপদ ৩০০টি।
বয়সসীমা-
ওই পদগুলিতে আবেদনের জন্য আবেদনকারীর সর্বনিম্ন বয়সসীমা থাকতে হবে ২০ বছর এবং সর্বোচ্চ বয়সসীমা ধার্য করা হয়েছে ৩০ বছর। তবে তপশিলি জাতি ও উপজাতির জন্য বয়সসীমায় ছাড় ঘোষণা করা হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা-
ওই পদগুলির জন্য আবেদনকারীদের নূন্যতম স্নাতক ডিগ্রি থাকতে হবে।
কীভাবে আবেদন?
ইচ্ছুক প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন। ব্যাঙ্কটির অফিশিয়াল ওয়েবসাইট অর্থাৎ indianbank.in-এ লগ ইন করে আবেদনের ফর্ম ফিল-আপ করতে হবে।
আবেদন ফি-
অফিসার ব়্যাঙ্কের ওই পদগুলির জন্য আবেদন ফি রাখা হয়েছে ১০০০ টাকা। তবে তপশিলি জাতি, উপজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণির জন্য আবেদন ফি-তে ছাড় দেওয়া হয়েছে।
কীভাবে নিয়োগ করা হবে?
জমা পড়া আবেদনপত্র খতিয়ে দেখে বাছাই পর্ব শুরু হবে। তারপর যোগ্য প্রার্থীদের ডাকা হবে ইন্টারভিউ-এর জন্য। লিখিত পরীক্ষা নেওয়া হবে কিনা তা ব্যাঙ্কের ওয়েবসাইটে জানানো হবে।
বেতন-
ওই পদগুলিতে যাঁদের নিয়োগ করা হবে তাঁদের প্রতিমাসে বেতন মিলবে ৪৮হাজার টাকা। যা সর্বাধিক ৮৫ হাজার টাকা পর্যন্ত হতে পারে। এছাড়াও ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী বিভিন্ন সুবিধা পাওয়া যাবে।