দেশ তথা রাজ্যজুড়ে একটা চাকরির আশায় অপেক্ষা করে থাকেন অজস্র মানুষ। তার মধ্যে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলে তাঁদের সেই আশার আলো আরও প্রসারিত হয়। সিভিলিয়ান এমটি চালক ও অন্যান্য পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। ইচ্ছুক আবেদনপ্রার্থীরা আবেদন করতে পারবেন indiancoastguard.gov.in.-এই সাইটে। কর্মখালির বিজ্ঞাপন প্রকাশের ৪৫ দিনের মধ্যে এই পদগুলির জন্য আবেদন করতে হবে প্রার্থীকে।
দেখে নেওয়া যাক বিস্তারিত:
শূন্যপদ: মোট ৯টি শূন্যপদ রয়েছে। তাদের মধ্যে সিভিলিয়ান এমটি চালক পদের জন্য ২জনকে নিয়োগ করা হবে। বাকি সাতটি পদের প্রতিটিতে ১ জন করে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা: কোনও স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে আবেদনকারীকে দশম শ্রেণী, দ্বাদশ শ্রেণী অথবা আইটিআই পাশ করতে হবে।
বয়সসীমা: আবেদনকারীর বয়সসীমা হতে হবে ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে
বেতন: সপ্তম সিপিসি স্কেল অনুযায়ী ১৮ হাজার টাকা থেকে ২৫ হাজার ৫০০ টাকা পর্যন্ত