ভারতীয় কোস্ট গার্ড বা উপকূলরক্ষী বাহিনীতে নিয়োগ বিবৃতি প্রকাশিত। ৪৬টি শূন্যপদে নিয়োগ করা হবে। উচ্চমাধ্যমিক পাসেই আবেদন করা যাবে। জেনে নিন নিয়োগ সংক্রান্ত বিস্তারিত।পদের নাম - আইন , টেক , জেনারেল ডিউটি অফিসার
মোট শূন্যপদ - ৪৬টি
শিক্ষাগত যোগ্যতা - এই পদে আবেদনের জন্য দ্বাদশ বা সমতুল্য শ্রেণী পাস হতে হবে।
আবেদন পদ্ধতি - ভারতীয় কোস্ট গার্ড বা উপকূলরক্ষী বাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট joinindiancoastguard.cdac.in- এ গিয়ে আবেদন করতে হবে।
নির্বাচন পদ্ধতি- ৪ ধাপে পরীক্ষার পর মেরিট লিস্টের ভিত্তিতে নিয়োগ।
আবেদন ফি- ২৫০ টাকা , অনলাইনে দিতে হবে। সংরক্ষিত জাতির জন্য কোনও ফি লাগবে না।