চাকরির আকালের বাজারে সুখবর। উচ্চমাধ্যমিক পাসেই ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চে (ICMR) চাকরি। পুরুষ এবং মহিলা উভয়েই আবেদন করতে পারবেন। জেনে নিন নিয়োগ সংক্রান্ত বিস্তারিত।
পদের নাম : লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC), আপার ডিভিশন ক্লার্ক (UDC)
মোট শূন্যপদ : ৫টি
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম উচ্চমাধ্যমিক পাসেই লোয়ার ডিভিশন ক্লার্কের চাকরির জন্য আবেদন করা যাবে। টাইপিং কোর্সের সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। ন্যূনতম 30wpm স্পিড থাকতে হবে। আপার পদের জন্য স্নাতক পাশ হতে হবে।
বেতন : LDC পদের বেতন শুরু হচ্ছে ১৯,৯০০/- টাকা থেকে, এবং UDC পদের বেতন শুরু হচ্ছে ২৫,৫০০/- টাকা থেকে।
বয়স : আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ২৭ এর মধ্যে।
আবেদনের শেষ দিন : ৩০ এপ্রিল, ২০২৪
আবেদন পদ্ধতি: অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে।