Indian Museum Recruitment 2024: কলকাতা জাদুঘরে চাকরির সুযোগ, মাসিক বেতন প্রায় ৩০ হাজার টাকা

Updated : Sep 12, 2024 06:06
|
Editorji News Desk

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। এবার নিয়োগের সুযোগ কলকাতা জাদুঘরে। 

পদের নাম 
অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান, হিন্দি ট্রান্সলেটর, মডেলার, গাইড লেকচারার। 

শূন্যপদ 
মোট ৪টি শূন্যপদ রয়েছে। 

শিক্ষাগত যোগ্যতা 
অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান পদে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের প্রাচীন ভারতীয় ইতিহাস ও সংস্কৃতি, নৃতত্ত্ব, প্রত্নতত্ত্ব নিয়ে স্নাতকোত্তর পাস করতে হবে। 

হিন্দি ট্রান্সলেটর পদে আবেদনের জন্য হিন্দির পাশাপাশি ইংরেজি বিষয় নিয়ে যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করতে হবে। 

মডেলার পদের জন্য উচ্চমাধ্যমিক পাস করার পাশাপাশি মডেলিং বিষয়ে স্পেশালাইজেশন সহ আর্টস বিভাগে ডিপ্লোমা পাস করতে হবে। 

গাইড লেকচারার পদের জন্য প্রার্থীকে যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রাণীবিদ্যা বিষয়ে স্নাতকোত্তর হতে হবে।

বয়সসীমা 
এই পদে সর্বোচ্চ ২৮ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।

মাসিক বেতন 
এই পদের জন্য প্রার্থীদের সর্বনিম্ন বেতন ধার্য করা হয়েছে ২৯ হাজার ২০০ টাকা। আর সর্বোচ্চ বেতন ৯২ হাজার ৩০০ টাকা। 

আবেদন পদ্ধতি 

এই পদে আবেদনের জন্য প্রার্থীকে indianmuseumkolkata.org ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করে তা ফিলআপ করে প্রয়োজনীয় নথি সহ indianmuseumkolkata2@gmail.com ওয়েবসাইটে মেল করতে হবে। আর একটি কপি নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। 

আবেদন জমা দেওয়ার ঠিকানা
Director-in-charge Indian Museum, 27, Jawaharlal Nehru Road, Kolkata- 700016

আবেদনের শেষ তারিখ 
১৪ অক্টোবর ২০২৪।   

Indian Museum

Recommended For You

editorji | কেরিয়ার

UIDAI Recruitment News : আধার দফতরে চাকরির সুযোগ, জানুন আবেদন পদ্ধতি

editorji | কেরিয়ার

DRDO Recruitment 2024 : ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে চাকরি, মাসিক বেতন শুরু ৩৭ হাজার টাকা থেকে

editorji | কেরিয়ার

Coal India Limited: কোল ইন্ডিয়া লিমিটেডে ইঞ্জিনিয়ার নিয়োগ, GATE পাস করলেই আবেদন

editorji | কেরিয়ার

NFL Recruitment 2024: ন্যাশনাল ফার্টিলাইজার লিমিটেডে কর্মী নিয়োগ, সর্বাধিক বেতন ১ লক্ষ ৪০ হাজার টাকা

editorji | কেরিয়ার

UBI Recruitment 2024 : ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় চাকরি, রইল আবেদন পদ্ধতি