দ্বাদশ শ্রেণি পাশেই সরকারি চাকরির সুযোগ। নিয়োগ শুরু হতে চলেছে ভারতীয় নৌসেনায়। ভারতীয় নৌবাহিনীতে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। অনলাইনেই আবেদন করা যাবে। জেনে নিন নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য।
আবেদন পদ্ধতি:
অনলাইনে আবেদন করা যাবে। অফিসিয়াল ওয়েবসাইট joinindiannavy.gov.in-এ গিয়ে আবেদন করতে হবে।
আবেদনের শেষ দিন: আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।
নিয়োগের সময়: জানা যাচ্ছে ২০২৪ বিজ্ঞপ্তি অনুসারে, এসএসআর মেডিকেল সহকারীর পদগুলিতে নভেম্বরের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
শিক্ষাগত যোগ্যতা:
স্বীকৃত যেকোনও বিদ্যালয় থেকে দ্বাদশ পাশ হতে হবে। পদার্থবিদ্যা, রসায়ন এবং জীববিজ্ঞানে নির্দিষ্ট শতাংশ নম্বর পেতে হবে।
বয়স: ০১ নভেম্বর ২০০৩ থেকে ৩০ এপ্রিল ২০০৭ এর মধ্যে হতে হবে আবেদনকারীদের বয়স।
বেতন:
নির্বাচিতদের ম্যাট্রিক্সের লেভেল ৩-এর অধীনে ২১৭০০ থেকে ৬৯১০০ টাকা দেওয়া হবে। এছাড়াও, তাদের প্রতি মাসে ৫২০০ টাকা MSP এবং DA দেওয়া হবে।
নির্বাচন প্রক্রিয়া: দুই ধাপে পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে নিতে হবে।