ভারতীয় নৌসেনায় অগ্নিবীর নিয়োগের (indian Navy Recruitment 2022) বিজ্ঞপ্তি। পুরুষ এবং মহিলা উভয়ই শূন্য পদের জন্য আবেদন করতে পারবেন। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। অগ্নিবীর (Agniveer) হিসেবে নৌবাহিনীতে যোগ দিতে অনলাইনে এই আবেদনের মাধ্যমে।
শূন্য পদ
মোট ১৪০০ পদে নিয়োগ করা হবে। এর মধ্যে ২৮০ টি পদে মহিলাদের নিয়োগ করা হবে
যোগ্যতা
প্রার্থীদের দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে। একাদশ দ্বাদশে অঙ্ক, পদার্থবিদ্যা থাকা বাধ্যতামূলক। এছাড়াও রসায়ন, জীববিদ্যা বা কম্পিউটার সায়েন্স এই তিনটির মধ্যে যে কোনও একটি বিষয় থাকতে হবে।
বেতন
অগ্নিবীরদের মাসিক বেতন ৩০ হাজার টাকা। নির্দিষ্ট সময় বেতন বৃদ্ধি হবে। এছাড়া পোশাক-সহ বেশ কয়েক রকমের ভাতা প্রদান করা হবে।
আবেদন প্রক্রিয়া
নৌ-সেনার অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে। পরীক্ষা কেন্দ্র অনলাইনে বেছে নিতে হবে। ওয়েবসাইটে ২০২৩ সালের জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেওয়া যাবে।
আরও পড়ুন- রাজ্যে ফুড সেফটি অফিসার নিয়োগ, বেতন শুরু ৩৬ হাজার থেকে
পরীক্ষা পদ্ধতি
তিনটি ধাপে পরীক্ষা হবে। প্রথমে অনলাইন পরীক্ষা হবে সর্বভারতীয় স্তরে। তারপর ভারতীয় নৌসেনার নির্ধারিত কেন্দ্রে নেওয়া হবে লিখিত পরীক্ষা। সিলেবাস পাওয়া যাবে অফিশিয়াল ওয়েবসাইটে। তৃতীয় ধাপে হবে মেডিক্যাল পরীক্ষা। তিনটি ধাপে উত্তীর্ণ হবেন তাঁদের নিয়োগ করা হবে।