ভারতীয় নৌবাহিনীতে একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি ঘোষণা করা হয়েছে। দেশের যে কোনও প্রান্তে বসেই এই পদগুলিতে আবেদন করা যাতে পারে। আবেদন করতে পারেন রাজ্যের আগ্রহী প্রার্থীরাও। আবেদন করতে কী কী লাগবে, জেনে নিন।
পদের নাম
স্কিলড ট্রেডসম্যান পদে নিয়োগ করছে ভারতীয় নৌ-সেনা।
মেশিনিস্ট, ড্রাইভার কেন মোবাইল, শিপরাইট, পেইন্টার, ফিটার।
মোট শূন্যপদ
২৪৮টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি ঘোষণা করা হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা
আগ্রহী আবেদনকারীদের যে কোনও স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ট্রেডে ITI পাস করতে হবে। তা হলেই এই পদে আবেদন করা যাবে।
বয়সসীমা
প্রার্থীর বয়সসীমা ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে
আবেদন পদ্ধতি
ইচ্ছুক প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন। অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের সময় প্রার্থীর বৈধ ইমেল আইডি, মোবাইল নম্বর, শিক্ষাগত যোগ্যতার প্রয়োজনীয় নথি স্ক্যান করে আপলোড করতে হবে।
আবেদন ফি
অসংরক্ষিত প্রার্থীদের জন্য ২৫০ টাকা ধার্য করা হয়েছে। সংরক্ষিত শ্রেণিদের জন্য কোনও আবেদন ফি লাগবে না। নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের মাধ্যমে এই ফি জমা করা যাবে।
আবেদনের শেষ দিন
বিজ্ঞপ্তি প্রকাশের ২৮ দিনের মধ্যে আবেদন জমা দিতে হবে
নিয়োগ পদ্ধতি
ডকুমেন্ট ভেরিফিকেশন ও লিখিত পরীক্ষা মাধ্যমে নিয়োগ করা হবে। আরও বিশদে জানতে লিঙ্কে ক্লিক করে দেখুন।