রাজ্যে ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনে চলছে কর্মী নিয়োগ। হলদিয়া দফতরে চলছে নিয়োগ। যেকোনও পশ্চিবঙ্গের নাগরিক এই পদের জন্য আবেদন করতে পারবেন।
পদের নাম- এক্সিকিউটিভ লেভেল ১ এবং লেভেল ২
শূন্যপদ- ১০৬ টি। লেভেল ১ এর জন্য ৯৬ এবং লেভেল ২ এর জন্য ১০ টি৷
শিক্ষাগত যোগ্যতা- যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল, বা ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং -এ বিটেক থাকতে হবে৷
বয়স- লেভেল ১ এর জন্য ৩৫ লেভেল ২ এর জন্য ৪৫ বছর ধার্য করা হয়েছে।
বেতন- লেভেল ১ এর বার্ষিক ১২ লক্ষ টাকা এবং লেভেল ২ এর ১৬ লক্ষ টাকা।
আবেদনের শেষ তারিখ- ২৩ মার্চ
আবেদন পদ্ধতি- অনলাইনে আবেদন করতে হবে। https://www.iocl.com/ এই লিঙ্কে গিয়ে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে হবে।