Indian Oil Recruitment 2023: ইন্ডিয়ান অয়েলে চাকরির সুযোগ, বেতন লক্ষাধিক

Updated : Feb 19, 2023 13:41
|
Editorji News Desk

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

পদের নাম
জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট ( প্রোডাকশন পি এবং ইউ, ইলেকট্রিক্যাল, মেক্যানিক্যাল, ইন্সট্রুমেন্টেশন) এবং জুনিয়র কোয়ালিটি কন্ট্রোল অ্যানালিস্ট।


শিক্ষাগত যোগ্যতা 
জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট- মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা। 

জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট- আইটিআই পাস-সহ মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা।

জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট- মেকানিক্যাল, ইন্সট্রুমেন্টেশন, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের ডিপ্লোমা।

জুনিয়র কোয়ালিটি কন্ট্রোল অ্যানালিস্ট- ফিজিক্স, কেমিস্ট্রি, ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি এবং অংক নিয়ে b.sc পাশ করতে হবে। 

আরও পড়ুন- কলকাতা মেট্রো রেলে নিয়োগ, মাধ্যমিক পাশেই করা যাবে আবেদন

শূন্য পদ
মোট ১ হাজার ২০ জনকে নিয়োগ করা হবে।

বয়স
উভয় পদের জন্যই আবেদনকারীর বয়স ১৮ থেকে ২৬ বছরের মধ্যে হতে হবে।

বেতন
প্রতিমাসে পঁচিশ হাজার টাকা থেকে শুরু করে ১ লক্ষ ৫ হাজার টাকা পর্যন্ত বেতন ধার্য করা হয়েছে।


আবেদন পদ্ধতি
ইচ্ছুক প্রার্থীরা অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদন ফি
সাধারণ প্রার্থীদের জন্য ১৫০ টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে। তপশিলি জাতি উপজাতি প্রার্থীদের কোনও রকম ফি লাগবে না।


আবেদনের শেষ তারিখ
২০ মার্চ ২০২৩।

নিয়োগ স্থল
পশ্চিমবঙ্গ, হলদিয়া, অসম, বিহার, গুজরাট, উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং ওড়িশা।

jobWEST BANGALvacancyRecruitment NewsVacancy NewsIndian Oil Corporation

Recommended For You

editorji | কেরিয়ার

UIDAI Recruitment News : আধার দফতরে চাকরির সুযোগ, জানুন আবেদন পদ্ধতি

editorji | কেরিয়ার

DRDO Recruitment 2024 : ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে চাকরি, মাসিক বেতন শুরু ৩৭ হাজার টাকা থেকে

editorji | কেরিয়ার

Coal India Limited: কোল ইন্ডিয়া লিমিটেডে ইঞ্জিনিয়ার নিয়োগ, GATE পাস করলেই আবেদন

editorji | কেরিয়ার

NFL Recruitment 2024: ন্যাশনাল ফার্টিলাইজার লিমিটেডে কর্মী নিয়োগ, সর্বাধিক বেতন ১ লক্ষ ৪০ হাজার টাকা

editorji | কেরিয়ার

UBI Recruitment 2024 : ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় চাকরি, রইল আবেদন পদ্ধতি